বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
প্রধানমন্ত্রীর বাসভবনে শুক্রবার,৮ সেপ্টেম্বর সকালে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার সন্ধ্যায় দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান। তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর পর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বিকেলেই নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন