বরিশাল নিউজ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৩ পিএম

ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বরিশালে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখা।
শুক্রবার, ৩১ জানুয়ারি জুমার নামাজের পর নগরীর জামে কশাই মসজিদের সামনে থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন অর রশিদ।
তারা বলেন, আবার যেন কোন স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ দেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন