Advertise top
শিক্ষা

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম    

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ
আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ। ছবি: বরিশাল নিউজ

ঢাকায় ছয় দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে সোমবার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ শিক্ষকদের ৬ দফা দাবি মেনে নেওয়ার দাবি করেন শিক্ষার্থীরা।

 

ববি শিক্ষার্থী জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী ভূমিকা সরকার, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম শাহেদ, সিরাজুল ইসলাম, রাকিব আহমেদ প্রমুখ।

 

বক্তারা বলেন, যৌক্তিক দাবি আদায়ের কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। সেই অধিকার থেকেই শিক্ষকরা সরকারের কাছে তাদের দাবি জানিয়েছিলো। কিন্তু পুলিশ আন্দোলনরত শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। যা জনগণের সাথে স্বৈরাচারী আচরণ।

 

 

তাই অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় করা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal