বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে। এর একপক্ষে রয়েছেন ছাত্র সমন্বয়ক, অপরপক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় ২৪ ছাত্রে নামে অভিযোগটি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার সানোয়ার পারভেজ লিটন। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া ২১ জানুয়ারি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুমান হোসেন ১৫ জনের নামে অভিযোগ দায়ের করেন। রুমান তাদের বিরুদ্ধে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, দুটি অভিযোগ পেয়েছি, তদন্দ চলছে, মামলা হিসেবে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার, ২১ জানুয়ারি সন্ধ্যায় আইন বিভাগের ১২তম ব্যাচের ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী শাহরিয়ার সানকে মারধর করে কক্ষে আটকে রাখেন প্রতিপক্ষের শিক্ষার্থীরা। খবর পেয়ে সানের সহযোগীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং বিজয় মিছিল করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা প্রক্টরের কাছে গিয়ে কৈফিয়ত চান– ৫ আগস্টের আগে হামলার জন্য কেন মামলা হয়নি। পরে চাপের মুখে গভীর রাতে ববি নিরাপত্তা কর্মকর্তা ২৪ শিক্ষার্থীকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দেন।
এর আগে রুমান হোসেন ৫ আগস্টের পর হামলা হয়েছে অভিযোগে মামলা করেন। রুম্মান হোসেন বলেন, পুলিশ তার মামলা এজাহার হিসেবে নিয়েছে। সমন্বয়করা বন্দর থানার গিয়ে ওসির সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাকেও হুমকি দিয়েছেন। তিনি নিরাপত্তার অভাবে প্রক্টরকে অবহিত করে বাড়ি চলে যাচ্ছেন।
প্রো ভিসি অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, শুক্রবার এক ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে সমন্বয়করা প্রক্টরের সঙ্গে কথা বলেন। ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছিল ২৪ জনের বিরুদ্ধে। রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিলে মামলাটি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন