Advertise top
রাজনীতি

দরজা ভেঙে ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে মিছিল করলো সহযোগীরা

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম    

দরজা ভেঙে ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে মিছিল করলো সহযোগীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিরাপত্তা রক্ষীর রুমে আটকে রাখা ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সান। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিরাপত্তারক্ষীর রুমে আটকে রাখা  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সানকে দরজা ভেঙ্গে নিয়ে গেছেন তার সহযোগীরা।

 

শুক্রবার, ২৪ জানুয়ারি সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

 

এ ঘটনার কিছু ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তারক্ষীর কক্ষের দরজা ভেঙে শাহরিয়ার সানকে সহযোগীরা নিয়ে যায় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

 

শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী। 

 

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা এবং ১ আগস্ট পুলিশের কাছে শিক্ষার্থীদের ধরিয়ে দেওয়ার ঘটনায় করা মামলার আসামি শাহারিয়ার সান। তাকে সন্ধা সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে পেয়ে সাধারণ শিক্ষার্থীরা ধরে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের নিরাপত্তারক্ষীর কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে তার সহযোগীরা এসে ওই কক্ষের দরজা ভেঙে তাকে নিয়ে যান। পরে সানকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে মিছিলও করেন তারা। 

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

 

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনোই তাদের প্রশ্রয় দেবো না।

 

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন,বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঝামেলা হয়েছে বলে তাদের খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ সেখানে গেলে তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করা হয়। পরে আর তাদের কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal