বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
পিরোজপুর-টগড়া সড়কের শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় গতকাল নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় ২ জন পথচারী নিহত এবং একজন আহত হয়েছে।
মৃতরা হলেন, উত্তর শংকরপাশার মো. কামাল কাজীর ছেলে মো. রিয়াদ কাজী (২০) ও ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের মো. আনোয়ার মাঝির ছেলে মো. শাহিন মাঝি (৩০)। সম্পর্কে তারা শ্যালক দুলাভাই।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি গাড়ি পিরোজপুর থেকে পাথরঘাটার দিকে যাচ্ছিল। পথে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় রিয়াদ ও শাহিন নামের দুই পথচারী এবং বাসের ১ যাত্রী মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন