Advertise top
গণমাধ্যম

বরিশাল প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী সংসদের দায়িত্ব গ্রহণ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম     আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:০০ পিএম

বরিশাল প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী সংসদের দায়িত্ব গ্রহণ
বরিশাল প্রেসক্লাবের দায়িত্ব গ্রহণ করছেন নব-নির্বাচিত কার্যকরী সংসদ। ছবি: সংগৃহীত

বরিশাল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।  প্রেসক্লাব মিলনায়তনে  মঙ্গলবার, ৭ জানুয়ারি রাতে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নব-নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সভাপতি কাজী আল মামুনসহ বিদায়ী নেতৃবৃন্দ। এছাড়া বিদায়ী সভাপতি কাজী আল মামুনসহ বিদায়ী অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ। পরে নব-নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি কাজী আল মামুন।

 

 দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রেসক্লাব এবং সাংবাদিকদের উন্নয়নে বছরব্যাপি দপ্তর ভিত্তিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। পাশাপাশি ক্লাবের ঐতিহ্য এবং সুনাম রক্ষায় সকলকে সঙ্গে নিয়ে কাজ কারার আশাবাদ ব্যক্ত করেন নব-নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ নব-নির্বাচিতরা।

 

এর আগে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে কার্যকরী সংসদের বিদায়ী কমিটির সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সংসদের সভাপতি কাজী আল মামুন। সভা পরিচালনা করেন বিদায়ী এবং পুন:নির্বাচিত সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। সভায় পূর্ববর্তী মাস এবং বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২৫-২৬ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ, বিদায়ী কমিটির সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, কার্যকরী সংসদের সদস্য তপংকর চক্রবর্তী, কমল সেনগুপ্ত প্রমুখ।

 

 উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য নাসিম উল আলম, বীরেন সমাদ্দার, গোপাল সরকার, ফিরদাউস সোহাগ, গিয়াসউদ্দিন সুমন, জিয়া শাহিন, মিজানুর রহমান, আযাদ আলাউদ্দিন, এম মিরাজ হোসাইন, নিকুঞ্জ বালা পলাশ, বেলায়েত বাবলু, সাঈদ মেমন, জে খান স্বপন, শাহে আলম, মাহামুদুন্নবী, কাওসার হোসেন, রেহমান আনিছ, এম. লোকমান হোসাইন, কাজী আব্দুল্লাহ আল ফাহাদ রাব্বি, শাহিন সুমন, সাগর বৈদ্য, মুশফিক সৌরভ, আল আমিন জুয়েল, এম সুহাদ প্রমুখ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal