Advertise top
খেলা

বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ পিএম    

বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ
বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ছবি: সংগৃহীত

বিসিবি সভাপতির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তার দুর্ব্যবহার নিয়ে ক্রিকেট পাড়ায় ক্ষোভ দেখা দিয়েছে।

 

দুর্ব্যবহারের অভিযোগ সরাসরি বোর্ড সভাপতি ফারুক আহমেদের দিকে। পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তার সঙ্গে দুর্ব্যবহারের এই অভিযোগ করলেন বিসিবি সভাপতির বিরুদ্ধে।

 

দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম এ ঘটনায় বোর্ড ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন।

 

বিসিবি সভাপতির দুর্ব্যবহার প্রসঙ্গে ফাহিম বলেন, ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’

 

তিনি আরও বলেন, ‘আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছেন। আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিলেন।’

 

বিসিবি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ফাহিম বলেন, ‘আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal