Advertise top
শিক্ষা

বরিশালের সব বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটি বিলুপ্তি ঘোষণা

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম     আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০১:২৫ এএম

বরিশালের সব বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটি বিলুপ্তি ঘোষণা
বরিশাল শিক্ষা বোর্ড

বরিশালের সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল ঘোষণা করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। সেই সাথে নতুন এডহক কমিটি গঠন করে আগামী ৬ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ প্রদান করা হয়।

 

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যে সব প্রতিষ্ঠনের এডহক কমিটি ইতোমধ্যে বোর্ডে জমা দেওয়া আছে ওই প্রতিষ্ঠানকে স্ব-স্ব জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে নতুন করে সভাপতি মনোনয়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

প্রসঙ্গত এডহক কমিটি গঠন করতে হবে ৪ সদস্যের। মহানগরীর ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের সাথে আলোচনা করে শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজ সেবক, জনপ্রতিনিধি অথবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে। এছাড়া একজন শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি থাকবেন কমিটিতে। পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রধান সদস্য সচিব হিসাবে মনোনীত হবেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal