Advertise top
বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করে তুলতে হবে: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম    

আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করে তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বরিশালে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি

স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করে তুলতে হবে। এ জন্য কী কী চেষ্টা সেগুলো নিয়ে আলোচনা চলছে। এখানে অনেক সমস্যা পরিলক্ষিত হচ্ছে, যা সমাধানের জন্য বিভিন্ন দিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নতি করা যায় তা নিয়েও আলোচনা হচ্ছে।

 

আজ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর সকালে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি সভা শেষে বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্লাটিটিউড হলে প্রেস ব্রিফিং-এ এসব কথা বলেন তিনি।

 

উপদেষ্টা আরও বলেন, অন্যান্য এলাকার চেয়ে বরিশালের আইন- শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। মাঝে মাঝে বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে রাস্তা ব্লক করে ফেলা হয়। এ ব্যাপারে সবাই চেষ্টা করবেন যেন জনগণ  কোন ভোগান্তিতে না পড়েন।

 

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার, বরিশাল রেঞ্জে ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোওয়ার হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal