Advertise top
শিক্ষা

বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের ৬ দফা

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম    

বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের ৬ দফা
বরিশাল আইএইচটি শাখার ব্যানারে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশ- বরিশাল নিউজ

জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরিশালে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে।

 

বরিশাল আইএইচটি শাখার ব্যানারে নগরীর চাঁদমারি এলাকায় রবিবার, ৩ নভেম্বর ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।

 

এ সময় মানববন্ধনে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুলতান আবিদ হাসান, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নাসরুল্লাহ, বরিশাল শাখা কমিটির জিদানসহ অন্যরা বক্তৃতা করেন।

 

তাদের ৬ দফা দাবিগুলো হচ্ছে: স্বতন্ত্র পরিদপ্তর গঠন;ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা,পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু; গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত; ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন; মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন এবং বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু।

 

দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  

 

সড়কে অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal