বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
বরিশাল মহানগরীতে অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং মানববন্ধন আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এই আদেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় বিএমপি।
বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার,১৪ অক্টোবর বিকালে এ তথ্য জানানো হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি রাজধানী ঢাকায় কোর কমিটির সভা হয়েছে, সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে কী কারণে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো তা খোলসা করেনি বরিশাল পুলিশ।
পুলিশ সূত্র জানায়, এখন থেকে বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার করতে হলে আগে পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করে অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: প্রেসরিলিজ বিএমপি
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন