Advertise top
বিদেশ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, নিহত ১২

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম    

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, নিহত ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ছয় সেনা নিহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।

 

বিবৃতিতে বলা হয়েছে, ৪-৫ অক্টোবর রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ছয়জন সন্ত্রাসীও নিহত হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী সৈকত। তিনিও গোলাগুলিতে শহীদ হয়েছেন।

 

এছাড়া এতে আরও শহীদ হয়েছেন ল্যান্স নায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্স নায়েক ইউসুফ আলী, ল্যান্স নায়েক শহীদ উল্লাহ, ল্যান্স নায়েক আক্তার জামান এবং সিপাহী জামিল আহমেদ।

 

আইএসপিআর-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর। আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ আমাদের দৃঢ়সংকল্পকে আরও শক্তিশালী করবে।

 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal