বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের ঘটনায় আলোচনায় আসা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আযমকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অন্তর্বর্তী সরকার ৯ ও ১০ সেপ্টেম্বর দুই দিনে ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়। তবে যাঁরা ডিসি হতে পারেননি, তাঁরা এই দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে হট্টগোল করেছিলেন। উপসচিব পর্যায়ের ওই সব কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ (এপিডি) শাখার যুগ্ম সচিব কে এম আলী আযমের কক্ষে ঢুকে হইচই-হট্টগোল শুরু করেন।
পরে জনপ্রশাসন মন্ত্রণালয় আট জেলায় নতুন ডিসির নিয়োগ বাতিল করে। এসব পদে শিগগির নিয়োগ হবে। এ ছাড়া চার ডিসির জেলা পরিবর্তন করা হয়। ইতিমধ্যে নতুন নিয়োগ পাওয়া ডিসিরা জেলায় যোগদান করেছেন।
অন্যদিকে ওই হট্টগোলের ঘটনা খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেনের নেতৃত্বে এক সদস্যের একটি কমিটি গঠন করে সরকার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন