Advertise top
বরিশাল

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বরিশাল নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম    

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
প্রতীকী ছবি

বরিশালের বানারীপাড়ায় বাসের চাপায় সৌরভ গাইন নামে মোটরসাইকেল অরোহী একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত সজল (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

শুক্রবার, ৬ সেপ্টেম্বর দুপুরে বানারীপাড়ার বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাস ভাঙচুর করেছে। নিহত সৌরভ গাইন (২০) বানারীপাড়া পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি গাইনের ছেলে। সে বানারীপাড়া ডিগ্রি কলেজে বিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ও টিঅ্যান্ডটি মোড়ে একটি গ্যারেজে কাজ করতো।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে বানারীপাড়া থানার এসআই লেলিন কান্তি হালদার জানান, দুপুর দুইটার দিকে সৌরভ ও সজল উপজেলার গুয়াচিত্রা বাজার থেকে বানারীপাড়া পৌরসভার উদ্দেশ্যে রওনা দেন। বরিশাল-বানারীপাড়া মহাসড়কে পৌঁছলে ঢাকা থেকে স্বরুপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা দক্ষিণ বাংলা পরিবহনের বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে সৌরভ ও সজল আহত হন। দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন।

 

এসআই লেলিন আরো জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal