Advertise top
খেলা

সাকিব খেলবেন, জানালেন বিসিবি সভাপতি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৪, ১০:৫৫ পিএম     আপডেট : ২৭ আগষ্ট ২০২৪, ১১:০০ পিএম

সাকিব খেলবেন, জানালেন বিসিবি সভাপতি
সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ

সাকিব আল হাসান। একদিকে মাথার উপরে হত্যা মামলার খড়গ। অপর দিকে জাতীয় দল থেকে তাকে বাদ দিতে উকিল নোটিশ। তবে প্রতিকূল এই সময়ে তার পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে উকিল নোটিশের কথা শুনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে দেশের একটি গণমাধ্যমকে বিসিবি সভাপতি সাকিব ইস্যুতে সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল, আমরা আজ তার জবাবেও এটাই বলেছি।’

 

পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও সাকিব খেলবেন জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর  পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

 

সাকিবকে নির্দোষ দাবি করছেন যেসব ক্রিকেটার

 

সাকিব আল হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় প্রাণ হারানো গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যা অভিযোগে করা মামলায় ২৮ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডারকে। এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার।

 

সাকিব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সবশেষ দ্বাদশ সংসদে মাগুরা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাই ছাত্র-জনতার ক্ষোভের মুখে পড়েছেন সাকিবও।

 

জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের দাবি, সাকিবকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক তো সরাসরি বলে দিয়েছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

 

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের নায়ক মুশফিকুর রহিম বলছেন, ‘ আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’

 

জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সাকিব ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত।’

 

এছাড়া এনামুল হক বিজয়, পেসার শরিফুল ইসলাম, রুবেল হোসেনসহ আরও অনেক ক্রিকেটারই হত্যা মামলার আসামি সাকিব আল হাসানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal