Advertise top
রাজনীতি

বরিশালে চাঁদাবাজির সাথে বিএনপি জড়িত নয়: মহানগর বিএনপি

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ আগষ্ট ২০২৪, ১১:১০ পিএম    

বরিশালে চাঁদাবাজির সাথে বিএনপি জড়িত নয়:মহানগর বিএনপি
চাঁদাবাজি রোধে বরিশালে বিএনপির সচেতনতা কর্মসূচি। ছবি: বরিশাল নিউজ

বরিশাল নগরীর বিভিন্ন বাজারে চাঁদাবাজ প্রতিরোধে সচেতন করতে সাইনবোর্ড টানিয়েছে মহানগর বিএনপি। বিকেলে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এসব  সাইনবোর্ড টানান।

 

জিয়াউদ্দিন সিকদার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সাংবাদিকরা ফোন করে নগরীর বিভিন্ন বাজার থেকে বিএনপির নেতাকর্মীদের নামে  চাঁদা নেয়ার অভিযোগ করেন। তার দাবি, এই চাঁদাবাজীর সাথে বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীরা জড়িত নয়। সুযোগ সন্ধানীরা এসব কাজ করে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর উপর দায় চাপিয়ে দেয়। এসব চাঁদাবাজি বন্ধে বিকালে নগরের নথুল্লাবাদ এলাকার দুইটি বাজারে সচেতনমুলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য বাজারে টানিয়ে দেয়া হবে।

 

সাইনবোর্ডে লেখা হয়েছে বিএনপি বা সংশ্লিষ্ট যে কোন সংগঠনের নামে চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপার্দ করুন। জিয়াউদ্দিন সিকদার তার নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে লিখেছেন অবহিত করলে চাঁদাবাজকে দল থেকে বহিস্কার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal