বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০৪ আগষ্ট ২০২৪, ০৫:৪৬ পিএম আপডেট : ০৪ আগষ্ট ২০২৪, ০৫:৫৭ পিএম
ভোলায় আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে আগুন দিয়েছে। পরে তারা স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ কার্যালয় জ্বালিয়ে দেয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে ভোলা সদর নতুনবাজার এলাকায় সংঘর্ষের মাঝে পরে গুলিতে জসিম নামে এক পথচারী নিহত হয়েছে। পরে তার লাশ নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
বেলা ১ টার দিকে পৌরভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এসময় আন্দেলনকরীরা জেলা প্রাশাসকের কার্যালয়ে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে।
এর আগে আজ সকাল ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনলকারীরা সড়ক অবরোধ করে। পরে তারা কালিনাথ রায়ের বাজার হয়ে সদর রোডের কেজাহান মারকেটের সামনে আসলে পুলিশি বাধার মুখে সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে সরকার সমর্থিত একটি গ্রুপ লাঠিসোঠা নিয়ে তাদেরকে ধাওয়া করার চেষ্টা করে। এসময় আন্দোলনকারীরা উল্টো ধাওয়া করে এবং উত্তেজনা ছড়িয়ে পরে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন