বরিশাল নিউজ
প্রকাশ : ০১ আগষ্ট ২০২৪, ০৫:৩৪ পিএম
দেশব্যাপী ছাত্র হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সংহতি কর্মসূচি পালনকালে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ সহ ১২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যেন কোনো ঝামেলা না হয় সেজন্য তাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পরে দুপুর দেড়টায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। ছাত্রলীগ পরিচয়দানকারীরাও ক্যাম্পাসে অবস্থান করছে।
শিক্ষার্থীরা জানান, সারা দেশে ছাত্রহত্যা, শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থীদের গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ‘ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ’ হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেওয়া হয় এবং সেখানে পুলিশ অবস্থান নেয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন