Advertise top

শ্রীলংকা ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পিএম     আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ পিএম

শ্রীলংকা ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল

 

বাংলাদেশ থেকে নেওয়া ঋণের দ্বিতীয় কিস্তির ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা।

 

শ্রীলংকাকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে ১৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ।

 

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দেশটিকে ২০২১ সালে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এর পর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।

 

মুদ্রাবিনিময় চুক্তি অনুযায়ী, শ্রীলংকাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal