বরিশাল নিউজ, বরগুনা
প্রকাশ : ৩১ আগষ্ট ২০২৩, ০৯:০৮ পিএম
ঢাকা-বরগুনা নদীপথে আবারও শুরু হয়েছে লঞ্চ চলাচল। বরগুনা পৌর এলাকায় এমকে শিপিং লাইনের পক্ষ থেকে মাইকিং করে এ তথ্য জানানো হয় এবং সেই সঙ্গে নতুন ভাড়া তালিকা প্রচার করা হয়েছে।
ভাড়ার নতুন তালিকায় ডেক ৫০০, সিঙ্গেল কেবিন ১৩০০ শত ও ডাবল কেবিন ২৫০০ শত টাকা।
বরগুনা পৌর এলাকার একাধিক ব্যবসায়ীরা জানান, সড়কপথে মালামাল পরিবহনে খরচ দ্বিগুণ।
যাত্রীসংকট এবং দুই দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত ২২ আগস্ট বরগুনা-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল মালিক কর্তৃপক্ষ। আট দিন পর আবারও এই নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বরগুনা নদীবন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বলেছেন, আজ থেকে আগের সময়সূচি অনুযায়ী ঢাকা-বরগুনা পথে লঞ্চ চলবে। আজ ঢাকা সদরঘাট থেকে এমকে শিপিং লাইনসের এমভি পূবালী-১ নামের লঞ্চটি সন্ধ্যা ছয়টায় বরগুনার উদ্দেশে ছেড়ে আসবে ।
এম কে শিপিং লাইনস কোম্পানির মালিক মাসুম খান বলেন, যাত্রী কম হওয়ায় এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেক লোকসান হচ্ছিল। তাই লঞ্চ চলাচল বন্ধ রেখেছিলেন। আজ আবার লঞ্চ চলাচল শুরু হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন