বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৯:৪৫ পিএম
যারা কখনো ক্রিকেটই খেলেনি, সেই আমেরিকায় শেষ হলো বিশ্বকাপ টি টোয়েন্টি ২০২৪। প্রায় মাস জুড়ে চলা ৫৫ ম্যাচ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট ভক্তদের আটকে রেখেছিল টিভি পর্দায়। টুর্নামেন্ট শেষে হিসেব চলছে রেকর্ড নিয়ে। আইসিসি সবার সামনে তুলে ধরেছে সেই রেকর্ড।
চ্যাম্পিয়ন: ভারত।
রানার্স-আপ : দক্ষিণ আফ্রিকা।
টুর্নামেন্ট সেরা: জসপ্রিত বুমরাহ, ১৫ উইকেট।
ফাইনালে ম্যাচ সেরা: বিরাট কোহলি, ৭৬ রান।
স্মার্ট ক্যাচ: সূর্যকুমার যাদব
সর্বোচ্চ রান: রহমানউল্লাহ গুরবাজ, ২৮১।
সর্বোচ্চ উইকেট: ফজল হক ফারুকি ও আরশদীপ সিং ,১৭ উইকেট।
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান),
সেরা বোলিং ফিগার: ফজল হক ফারুকি, ৯ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ উগান্ডা।
সর্বোচ্চ স্ট্রাইক রেট: শেই হোপ, ১৮৭.৭১।
সেরা ইকোনোমি: টিম সাউদি, ৩.০০।
সবচেয়ে বেশি ছক্কা: নিকোলাস , ১৭টি।
সবচেয়ে বেশি ৫০+ স্কোর: রোহিত শর্মা ও গুরবাজ,৩টি।
সবচেয়ে বেশি ক্যাচ: এইডেন মার্করাম, ৮টি।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ২১৮ ওয়েস্ট ইন্ডিজ,প্রতিপক্ষ আফগানিস্তান।
সর্বনিম্ন দলীয় সংগ্রহ: ৩৯ উগান্ডা,প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন