বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৩:৩৯ পিএম
দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সকাল থেকে শনিবার সকাল টা পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থা নিয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন