Advertise top
খেলা

সুপার এইটের ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১১:১৭ পিএম    

সুপার এইটের ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ
ভেন্যু অ্যান্টিগা

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ৪ ম্যাচে ৩ জয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সুপার এইটে বাংলাদেশের প্রথম দুই ভেন্যু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। মঙ্গলবার,১৮ জুন পৌঁছেছে শান্ত-সাকিবরা।

 

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সুপার এইট পর্বে বাংলাদেশ দল ম্যাচ খেলবে দুই ভেন্যুতে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে।

 

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ২১ জুন ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২২ জুন বাংলাদেশ সময় সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

 

ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে। সেখানে ২৫ জুন ভোরে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।   


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal