Advertise top
বাংলাদেশ

জন্ম নিবন্ধনে পিছিয়ে বরিশাল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৯:৪০ পিএম    

জন্ম নিবন্ধনে পিছিয়ে বরিশাল
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লোগো

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্প্রতি আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩ প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন থেকে জানা গেছে, মোট জনসংখ্যার মধ্যে ৮৩.৬৪ শতাংশ পুরুষের জন্ম নিবন্ধন আছে। অন্যদিকে  নারীর হার ৮২.০৮ শতাংশ। অর্থাৎ ১৬.৩৬ শতাংশ পুরুষ এবং ১৭.৯২ শতাংশ নারীর জন্ম নিবন্ধন নেই।

 

আর এই জন্ম নিবন্ধনে সবচেয়ে পিছিয়ে আছে বরিশাল বিভাগ আর এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। বিবিএস জানায়, বরিশালের মোট জনসংখ্যার ৭৬.৮৫ শতাংশ মানুষ জন্ম নিবন্ধন করেছেন। বাকি ২৩.১৫ শতাংশের জন্মনিবন্ধন নেই। অন্যদিকে চট্টগ্রামে জন্ম নিবন্ধন রয়েছে ৮৯.৫৬ শতাংশ মানুষের, বাকি ১০.৪৬ শতাংশের নেই।

 

বরিশাল বিভাগে জেলার হিসাবে সবচেয়ে কম নিবন্ধন ভোলা জেলায়। এই জেলার মোট জনসংখ্যার ৬৭.৮৯ শতাংশের জন্ম নিবন্ধন রয়েছে।

 

বিবিএসের তথ্য অনুযায়ী, মোট জনসংখ্যার মধ্যে ৯৬.৪৫ শতাংশ মানুষের জাতীয় পরিচয়পত্র রয়েছে। অর্থাৎ ৩.৫৫ শতাংশ বা ৫১ লাখ ৪৭ হাজার ৭০০ জন মানুষের জাতীয় পরিচয়পত্র নেই। এখানেও পিছিয়ে রয়েছেন নারীরা। তবে এই হিসাবটি যাদের বয়স ১৮ বছর তাদের জন্য।  

 

দেশে পাসপোর্টধারী ৪.৩৯ শতাংশ, ড্রাইভিং লাইসেন্সধারী ২.১১ শতাংশ। ড্রাইভিং লাইসেন্স থাকা পুরুষের হার ৪.১৯ শতাংশ, আর নারী মাত্র ০.১২ শতাংশ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal