Advertise top
রাজনীতি

বরিশালে বাজেট বাতিলের দাবি

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:১০ পিএম    

বরিশালে বাজেট বাতিলের দাবি
বাজেট বাতিলের দাবিতে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ, বরিশাল জেলা কমিটির মানববন্ধন

‘গণবিরোধী, কালো টাকা ও লুটপাট’ এর বাজেট বাতিল করে বাজার সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও টাকা পাচারকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে  বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।

 

নগরীর সদর রোডে বুধবার, ১২ জুন এই দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।

 

বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য জাফর তালুকদারের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস ছত্তার। এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড উপাধাক্ষ হারুন অর রশিদ, সদস্য অধ্যাপক বিরেন্দ্র নাথ রায় প্রমুখ।

 

প্রধান অতিথি অধ্যাপক আব্দুস ছত্তার বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করার সুযোগ করে দেওয়ার কারনেই এখন আর দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal