Advertise top
বরিশাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ বার্ষিকী পালন

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ আগষ্ট ২০২৩, ০৯:০৮ পিএম     আপডেট : ২৯ আগষ্ট ২০২৩, ০৯:৫৯ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ বার্ষিকী পালন
নজরুল সাংস্কৃতিক  �

 

বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ বার্ষিকী পালন করেছে নজরুল সাংস্কৃতিক জোট। অশ্বিনী কুমার হলে,রবিবার রাতে তারা এজন্য আয়োজন করে আলোচনা সভা, কবিতা আবৃতি ও নজরুল সঙ্গীত।

নজরুল সাংস্কৃতিক জোট এর সভাপতি পাপিয়া জেসমিন এর সভাপতিত্বে  প্রয়াণ বাষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ।

 

এসময় তিনি বলেন, নজরুল এর সাহিত্যকর্ম কোন বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। সকল মানব জাতির জন্য । নজরুল এর সাহিত্যকর্ম অনুসরণ করলে,  অজ্ঞতা, গোড়ামী থেকে আমরা মুক্তি পাব।

 

মূখ্য আলোচক হিসেবে কবি তপংকর চক্রবর্তী বলেন কবিতা ও গানের মতো নজরুলের প্রবন্ধও অসাধারণ-কিন্তু আমরা কয়জন এটি জানি। নজরুল এর সাহিত্যকর্ম নিয়ে আমাদের আরো বেশী করে চর্চা করা উচিত।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক শেখ নাছের জামাল ,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও সম্পাদক যথাক্রমে  শুভংকর চক্রবর্তী, স্নেহাংশু কুমার বিশ্বাস ।

 

পরে নজরুল সাংস্কৃতিক  জোটের শিল্পীবৃন্দ কাজী নজরুল ইসলামের  গজল, কীর্তন , হিন্দুস্থানী রাগ সহ বিভিন্ন আঙ্গিকের ১৪ টি সংগীত পরিবেশন করেন।

এর আগে চারুকলা বরিশাল এর শিশুরা কাজী নজরুল ইসলামের  প্রয়াণ বার্ষিকী উপলক্ষে কবিতা আলেখ্য  পরিবেশন করে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal