বরিশাল নিউজ
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮:০০ পিএম
বরিশাল জেলার উজিরপুর, বাবুগঞ্জ ও বানারীপাড়ায় চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্বুঠিত হয়েছে বুধবার, ৫ জুন ।
নির্বাচনে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারজানা বিনতে ওহাব। তিনি ৪ হাজার ১৯ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনকে পরাজিত করেন।
ফারজানা, আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ৩৯৮ ভোট পেয়েছেন। সরদার খালেদ হোসেন স্বপন কাপ-পিরিচ মার্কা নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৩৭৯ ভোট।
উজিরপুর উপজেলায় কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩১ হাজার ২৫৮ ভোট পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবাল। তার নিকটতম প্রতি প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ সিকদার বাচ্চু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৪৬০ ভোট। ২ হাজার ৭৯৮ ভোট বেশি পেয়ে বেসরকারি ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া বানারীপাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি দোয়াত-কলম প্রতীক গোলাম ফারুক ৩৪,১৫২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা পেয়েছেন ২৮,৭৩১ ভোট ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন