বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২৮ আগষ্ট ২০২৩, ১১:০৮ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ এএম
ভোলা-চরফ্যাশন মহাসড়কের লেবুকাটা (কুঞ্জেরহাট) রাস্তার মাথা এলাকায় গতকাল রবিবার কাভার্ডভ্যানচাপায় গুরুতর আহত হন প্রবাস থেকে দেশে আসা ইব্রাহিম। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল তাকে, কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।
ইব্রাহিম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ১নং ওয়ার্ডের ফরাজি বাড়ির মো. রফিজল ফরাজির মেজো ছেলে। ইব্রাহিমের স্ত্রী ও ৫ বছর বয়সি একটি ছেলে রয়েছে।
তিসমাসের ছুটি নিয়ে দুবাই থেকে দেশে ফিরেছিলেন ইব্রাহিম। আর ১৫ দিন পরে তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহিম সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কুঞ্জেরহাট বাজারে যাচ্ছিলেন। সেই সময় চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার হেলপার কাউকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন