বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৭:৪৯ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ১ জুন থেকে। এই বিশ্বকাপে কারা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন তার তালিকা আগেই প্রকাশ করেছে আইসিসি। ধারাভাষ্যে কারা থাকবেন তাও প্রকাশ করেছে ২৪ মে।
৪০ জনের এই তালিকায় তারকা ধারাভাষ্যকার হিসেবে আছেন রবী শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপ। তাদের সাথে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন আতহার আলী খান।
তাদের সঙ্গে আরও থাকবেন দিনেশ কার্তিক, এবনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও লিসা স্থালেকারের মতো উদীয়মানরা।
তাদের সঙ্গে রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেডেন, রমিজ রাজা, ইয়ন মরগান, টম মুডি এবং ওয়াসিম আকরামরা তাদের অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা দিয়ে বিশ্বকাপকে কার্যকর করে তুলবেন।
এছাড়া এই বিশ্বকাপে ধারাভাষ্যে অভিষেক পেতে যাচ্ছেন আমেরিকার জেমস ও’ব্রেইন।
ধারাভাষ্যকারদের তালিকায় আরও রয়েছেন- ডেল স্টেইন, গ্রায়েম স্মিথ, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডল, শন পোলক, কেটি মার্টিন, এমপুমেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মুরগাট্রয়েড, মাইক হাইসম্যান, ইয়ান ওয়ার্ড, রাসেল আর্নল্ড, নিল ও'ব্রায়েন, ক্যাস নাইডু ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন গাঙ্গা।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ১ থেকে ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। যেখানে ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দেশের ৯ ভেন্যুতে এবারের বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সূত্র রাইজিং বিডি
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন