Advertise top
বিদেশ

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৬:৩১ পিএম    

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা
কানাডা

গাজার পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা।

 

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি অনুরূপ ব্যবস্থা নিয়েছে।

 

পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, ‘এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে, চরমপন্থী বসতি স্থাপনকারী সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য এবং এই ধরনের সহিংসতায় জড়িত অপরাধীরা পরিণতির মুখোমুখি হবে।’

 

নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সাথে লেনদেন ও কানাডায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal