বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:২৩ পিএম আপডেট : ১৪ মে ২০২৪, ০৯:৪১ পিএম
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশালের দুটি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২৯ মে এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ২ জন। এরা হলেন, আনারস প্রতীকের আব্দুর রইচ সেরনিয়াবাত ও দোয়াত কলম প্রতীকের যতীন্দ্রনাথ মিস্ত্রী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কাপপিরিচ প্রতীক নিয়ে লড়ছেন মো. মনির হোসেন, মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন মো. হারিছুর রহমান এবং আনারস প্রতীক নিয়ে লড়ছেন সৈয়দা মনিরুন নাহার মেরী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন