Advertise top
খেলা

এসএসসি: বরিশালে পাসের হার ৮৯.১৩%

বরিশাল নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৪, ০৬:৩৪ পিএম     আপডেট : ১২ মে ২০২৪, ০৯:৫৪ পিএম

এসএসসি: বরিশালে পাসের হার ৮৯.১৩%

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছর যা ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ১৪৫ জন। গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ৩১১ জন।

 

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানিয়েছেন, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮৪৫ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৭৩৪ জন। আর পাস করেছেন ৭৮ হাজার ১৯৭ জন।

 

 

অরুণ কুমার গাইন বলেন, ‘বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১ হাজার ৪৮৯টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২২২টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৬টি। তবে পাসের হারের সঙ্গে সঙ্গে এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কিছু কমেছে।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal