Advertise top
বাংলাদেশ

‘শেখ হাসিনা’ নামে ভবিষ্যতে কোন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২৪, ১০:০৫ পিএম     আপডেট : ০৯ মে ২০২৪, ১০:০৬ পিএম

‘শেখ হাসিনা’ নামে ভবিষ্যতে কোন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নবম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো প্রকল্পে তাঁর (শেখ হাসিনা) নাম যুক্ত হলে, তিনি সেই প্রকল্পের অনুমোদন দেবেন না।

 

সভায় খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও মৌলিক অবকাঠামো নির্মাণের জন্য ১,৮৭৪.৫৪ কোটি টাকার প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সতর্ক বার্তা দেন।

 

প্রকল্পটি নিয়ে প্রধানমন্ত্রী তাঁর পর্যবেক্ষণে দুটি বিষয় উল্লেখ করেছেন। সেগুলো হলো- প্রথমে প্রকল্পের শিরোনাম থেকে তাঁর নাম পরিবর্তন করা এবং একটি ম্যুরাল নির্মাণের খরচ অন্য কোন খাতে ব্যয় করা।

 

ঢাকার শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার একনেকের ওই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।  


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal