Advertise top
খেলা

জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের সিরিজ জয়; বাকি আছে ২ ম্যাচ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২৪, ১০:৩০ এএম    

 জিম্বাবুয়েকে হারিয়ে টাইগারদের সিরিজ জয়; বাকি আছে ২ ম্যাচ

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতেও জয় পেয়েছে টাইগাররা। এতে ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ জিতল নাজমুল হোসেন শান্তর দল।

 

আগামী ১০ মে মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  তুতীয় ম্যাচ খেলতে মঙ্গলবার টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে টাইগাররা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে জিম্বাবুয়ে।

বাংলাদেশ ব্যাটিং :

লিটন ব মুজারাবানি ১২

তানজিদ ক মাদান্দে ব ফারাজ ২১

নাজমুল ব সিকান্দার ৬

হৃদয় ব মুজারাবানি ৫৭

জাকের ব মুজারাবানি ৪৪

মাহমুদুল্লাহ অপরাজিত ৯

রিশাদ অপরাজিত ৬

অতিরিক্ত (লে বা-২, নো-১, ও-৭) ১০

মোট (২০ ওভার, ৫ উইকেট) ১৬৫

উইকেটের পতন: ১-২২ (লিটন), ২-২৯ (নাজমুল), ৩-৬০ (তানজিদ), ৪-১৪৭ (হৃদয়), ৫-১৪৮ (জাকের)।

জিম্বাবুয়ে বোলিং :

ফারাজ : ৪-০-৪৪-১ (ও-৫),

মুজারাবানি : ৪-০-১৪-৩,

সিকান্দার : ৪-০-৩৮-১,

মাসাকাদজা : ৩-০-৩৪-০,

জঙ্গি : ৪-০-৩৩-০ (ও-১, নো-১)।

জিম্বাবুয়ে ব্যাটিং

গাম্বি ক মাহমুদুল্লাহ ব সাইফুদ্দিন ৯

মারুমানি ক সাইফুদ্দিন ব মাহমুদুল্লাহ ৩১

বেনেট ক এন্ড ব তানজিম ৫

আরভিন ব সাইফুদ্দিন ৭

সিকান্দার ক জাকের ব রিশাদ ১

মাদান্দে ক লিটন ব তাসকিন ১১

ক্যাম্পবেল ক লিটন ব তানভীর ২১

জঙ্গি এলবিডব্লু ব ২

মাসাকাদজা ব সাইফুদ্দিন ১৩

ফারাজ অপরাজিত ৩৪

মুজারাবানি অপরাজিত ৯

অতিরিক্ত (লে বা-২, ও-১১) ১৩

মোট (২০ ওভার, ৯ উইকেট) ১৫৬

উইকেটের পতন: ১-১৬ (গাম্বি), ২-২৪ (বেনেট), ৩-৩৩ (আরভিন), ৪-৪৮ (সিকান্দার), ৫-৬৬ (মারুমানি), ৬-৭৩ (মাদান্দে), ৭-৯১ (ক্যাম্পবেল), ৮-৯১ (জঙ্গি), ৯-১৪৫ (মাসাকাদজা)।

বাংলাদেশ বোলিং :

তানভীর : ৪-০-২৬-১,

তাসকিন : ৪-০-২১-১ (ও-১),

সাইফুদ্দিন : ৪-০-৪২-৩ (ও-৩),

তানজিম : ৪-০-২৬-১ (ও-২),

রিশাদ : ৩-০-৩৮-২ (ও-১),

মাহমুদুল্লাহ : ১-০-১-১।

ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।

ম্যাচ সেরা : তাওহিদ হৃদয়(বাংলাদেশ)।

সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

সূত্র: বাসস


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal