বরিশাল নিউজ
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৯:৩৪ পিএম
বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে।দুই উপজেলাতেই প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৯৫ হাজার ২১০ জন। এর মধ্যে তিন জন তৃতীয় লিঙ্গের ও ৯৫ হাজার ৯৭ জন নারী ও এক লাখ ১১০ জন পুরুষ ভোটার রয়েছেন।
বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৫৭৪ জন ও ভোটার নারী ভোটার এক লাখ ৪৫ হাজার ৮৮৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন তিন জন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন