বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৩, ১২:০৮ পিএম আপডেট : ২৭ আগষ্ট ২০২৩, ০৭:০৯ পিএম

এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে ৩০ আগস্ট। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দুই দেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানে। বাংলাদেশের প্রথম খেলা শ্রীলঙ্কায়। তাই সেই ভেন্যুতে যোগ দিতে আজ ঢাকা ছাড়ছেন সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল।
৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কা আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবেন সাকিব-শান্তরা।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল:
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও তানজিম হাসান সাকিব।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন