Advertise top
বরিশাল

বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২২ পিএম     আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পিএম

বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু
বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ে-ছেলের মৃত্যু। প্রতীকী ছবি।

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা ও দুই ছেলে-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ  শনিবার,২৭ এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলার নেয়ামতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঢালমারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হচ্ছেন ডালমারা গ্রামের রিয়াজ মোল্লার  স্ত্রী সোনিয়া বেগম(৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা।

 

নেয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমাউন কবীর জানান, ডালমারা গ্রামের রিয়াজ মোল্লা ঢাকায় অটো রিক্সা চালান। তার স্ত্রী মেয়ে-ছেলে সন্তানদের নিয়ে বাড়িতে থাকতেন।

 

শনিবার সকাল ১১টার দিকে রিয়াজের ছোট ছেলে সালমান বাড়ির পাশে খেলা করছিল, এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার তার (সার্ভিস তার) ছিরে নিচে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়, পরে সালমানের মা ছনিয়া সালমানকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

 

এই মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন বাখেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুর রহমান,বাখেরগঞ্জে সার্কেল অফিসার এ.এসপি ফরহাদ সরদার ও বাখেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal