বরিশাল নিউজ, ঝালকাঠি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৫:০১ পিএম
ঝালকাঠির নলছিটিতে দাদি ও মায়ের সঙ্গে নদীতে পূজা দিতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্র আদিত্য চক্রবর্তীর (৮) লাশ ৭ দিন পর উদ্ধার করা হয়েছে।
নলছিটির সুগন্ধা নদীর বহরমপুর চর থেকে শনিবার, ২০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
আদিত্যের স্বজনরা জানান, শনিবার, ২০ এপ্রিল রাতে উপজেলার বহরামপুর চর সংলগ্ন সুগন্ধা নদীতে একটি লাশ ভাসতে দেখেন নদীতে থাকা জেলে ও স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা সেখানে ছুটে গিয়ে আদিত্যকে শনাক্ত করে লাশ উদ্ধার করেন তারা। আদিত্য নলছিটি শহরের স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে এবং বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
এর আগে শনিবার, ১৩ এপ্রিল সকাল ১০ টার দিকে দাদি ও মায়ের সঙ্গে শহরের কলবাড়ি এলাকাসংলগ্ন সুগন্ধা নদীতে পূজা দিতে যায় আদিত্য। মা ও দাদি পূজায় ব্যস্ত ছিল। এ সময় আদিত্য পানিতে নামলে সে ডুবে যায়।
এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড, পুলিশ ও এলাকাবাসী তিন দিন উদ্ধার অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করতে না পেরে অভিযানের সমাপ্তি ঘোষণা করে।
নলছিটি থানার ওসি মো. মুরাদ জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন