বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৯ পিএম
প্রথম ধাপের উপজেলা ভোটে মোট ১০৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরফলে বৈধ প্রার্থী দাঁড়াল এক হাজার ৭৮৬ জন। মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করার পর এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি জানান, প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এক হাজার ৮৯০ জন।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বৃহস্পতিবার, ১৮ এপ্রিল থেকে শনিবার, ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি রবিবার, ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় সোমবার, ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ মঙ্গলবার, ২৩ এপ্রিল।
আর ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে বুধবার,৮ মে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন