বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৪০ পিএম
বরিশাল জিলা স্কুলের বন্ধ গেট টপকে বের হতে গিয়েছিল সপ্তম শ্রেণির এক ছাত্র। কিন্তু দুর্ভাগ্য তার। গেট টপকাতে গিয়ে হাতে গেঁথে গেছে রড। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রড কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বরিশাল জিলা স্কুলে বুধবার, ১৭ এপ্রিল এ ঘটনা ঘটে।
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন সাংবাদিকদের বলেন,
তানভীরুলের হাতের মধ্যে রড ঢুকে গিয়েছিল। আহত শিক্ষার্থীসহ অন্যান্যরা
মুজিবনগর দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় অংশগ্রহণ করেছে। পরে ছুটি ঘোষণা হলে তানভীরুল বাড়ি ফেরার জন্য পিছনের গেট টপকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীর সামনের গেট গিয়ে স্কুল ত্যাগ করলেও তানভীরুল কেন পিছনের গেট দিয়ে যাওয়ার চেষ্টা করল তা বলতে পারেননি তিনি।
বরিশাল ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার সাংবাদিকদের বলেন, তানভীর দুপুর দেড়টার দিকে জিলা স্কুলের পেছনের গেট টপকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় হাত পিছলে পড়ে দেয়ালে থাকা রড হাতের ভেতর গেঁথে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রড কেটে শিশুর হাত বের করে। পরে ওই ছাত্রকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুর বাবা তারিকুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন তার ছেলে আশংকামুক্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন