Advertise top
বরিশাল

শেবাচিম হাসপাতালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:৩১ পিএম    

শেবাচিম হাসপাতালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন
বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে শেবাচিম হাসপাতালে র‌্যালি। ছবি:বরিশাল নিউজ

‘সবার জন্য সমান অধিকারভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চাই। সকল রক্তক্ষরণজনিত রোগ জাতীয়ভাবে চিহ্নিত করার অনুরোধ জানাই।’ শ্লোগানকে প্রতিপাদ্য করে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষ্যে বুধবার, ১৭ এপ্রিল হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.এইচ.এম.

সাইফুল ইসলাম এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে হাসপাতাল পরিচালকের কক্ষে এসে শেষ হয়।

 

সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রনজিতা কর্মকার। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডা.ফায়জুল বাসার। বিশেষ অতিথি হলেন ডা.এইচ.এম.সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা.উত্তম কুমার সাহা, মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. এ জেট এম ইমরুল কায়েস, হাসপাতালের উপ-পরিচালক ডা.এস এম মনিরুজ্জামান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা.মো.রেজওয়ানুর আলম, হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা.আশিক দত্ত প্রমুখ।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal