বরিশাল নিউজ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৬ পিএম

বরিশালের উজিরপুরে আগুনে বসত ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য রাসেদ খান মেনন।
উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মল্লিক বাড়িতে গত ১৩ এপ্রিল আগুনে ছয়টি বসত ঘর পুড়ে যায়। আজ ১৭ এপ্রিল এসব ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন এবং নগদ আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করেন মেনন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, সাধারণ সীমা রানী শীলসহ আরো অনেকে।
আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণকালে মেনন বলেন আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দোয়া করবেন যেন আগুনে পুড়ে এ ধরণের ক্ষতি কারো না হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন