বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ২৫ আগষ্ট ২০২৩, ১১:০৮ পিএম আপডেট : ২৫ আগষ্ট ২০২৩, ১১:৩৫ পিএম
পটুয়াখালীর রাঙ্গাবালীর গহিনখালী খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি বুধবার ভেঙে খালে পড়েছে। এরফলে ট্রলার ও নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।
ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান বলেন, দুইপারের মানুষের সহজ যোগাযোগের জন্য ২০১৩-১৪ অর্থবছরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্রিজটি নির্মাণ করেছিলাম আমরা।
ইউনিয়ন পরিষদ থেকে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে তিন লাখ টাকা এবং একই ইউনিয়নের মোল্লার বাজার এলাকার একটি ভাঙা ব্রিজের মালামাল ব্যবহার করে গহিনখালী খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই একটি ট্রলারের ধাক্কায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করতো এলাকার লোকজন।
এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, মেইন্টেন্যান্সের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করার চেষ্টা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন