Advertise top
পরিবেশ

খেপুপাড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১১:০১ পিএম    

খেপুপাড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস

পটুয়াখালীর খেপুপাড়ায় আজ , ১৫ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আহাওয়া বিভাগ। এই তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রবিবার,১৪ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাঙামাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

 

ঢাকায়ও আজ  সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গুগলের আবহাওয়া বুলেটিনে বরিশালেও তাপমাত্রা দেখানো হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

 

এছাড়াও রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রংপুর এবং নীলফামারি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সোমবার এ তথ্য জানিয়েছেন।

 

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

আগামীকাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসও বলছে, অব্যাহত থাকতে পারে বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি। ওই সময়ের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal