Advertise top
বিদেশ

জর্ডানকে কঠিন হুঁশিয়ারি দিল ইরান

বরিশাল বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:০১ পিএম     আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৯ পিএম

জর্ডানকে কঠিন হুঁশিয়ারি দিল ইরান
জর্দানকে ইরানের হুমকি। প্রতীকী ছবি।

ইসরাইলের ভূখন্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার বদলা নিতে শনিবার গভীর রাতে হামলা করে ইরান।

 

ইরানের এই এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরাইলকে সহায়তা করেছে মুসলিম দেশ জর্ডান।

 

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফারস দেশটির একটি সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, তেহরানের প্রতিশোধমূলক হামলার সময় ইসরায়েলের সমর্থনে যে কোনও পদক্ষেপের জন্য জর্ডানকে নজরে রাখছে ইরান। এমনকি দেশটি (জর্ডান) ‘পরবর্তী লক্ষ্যবস্তু’ হতে পারে বলেও সতর্ক করেছে ইরান।

 

ফারস জানিয়েছে, ‘সামরিক এই পরিকল্পনা সম্পর্কে অবহিত একটি সূত্র বলেছে, (আমরা) ইসরাইলে শাস্তিমূলক আক্রমণের সময় জর্ডানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ... এবং যদি তারা (ইসরাইলকে সমর্থন করার জন্য) সম্ভাব্য কোনো পদক্ষেপে অংশ নেয় তবে তারা (জর্ডান) পরবর্তী টার্গেট হবে।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal