Advertise top
বরিশাল

আগুন নয়, ধোঁয়া

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৪৫ এএম     আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১২:০৯ পিএম

 আগুন নয়, ধোঁয়া
গ্রিন লাইন ওয়াটার বাস। ফাইল ফটো।

ঢাকা থেকে ভোলা যাওয়ার পথে গ্রিন লাইন ওয়াটার বাসে আগুন লেগেছে শুনে যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। তবে আগুন এসিতে লেগেছে জানার পড় সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।

 

লঞ্চের ব্যবস্থাপক অলিউল্লাহ দাবি করেন, সাইলেন্সার গরম হয়ে ধোঁয়া বের হয়েছে, আগুন লাগার ঘটনা ঘটেনি।

 

ঢাকার সদরঘাট থেকে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ৬শ’ যাত্রী নিয়ে  ভোলার উদ্দেশে ছেড়ে যায় ওয়াটার বাসটি। বেলা সাড়ে ১১টার দিকে মেঘনার চাঁদপুর পয়েন্টে এসে হঠাৎ করেই এসিতে আগুন লেগে যায়।

 

এদিকে খবর পেয়ে ভোলার জেলা প্রশাসনের একটি টিম ইলিশা ঘাটে এসে গ্রিন লাইন কর্তৃপক্ষকে কোনো ধরনের দুর্ঘটনার ব্যাপারে আগাম সতর্ক করেছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন বলেন, ‘ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য তাদের সতর্ক করে দেয়া হয়েছে।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal