Advertise top
গণমাধ্যম

সাংবাদিক মাসউদ হত্যাকাণ্ড; বরগুনার ৮ সাংবাদিকের জামিন ফের নামঞ্জুর

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পিএম     আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম

সাংবাদিক মাসউদ হত্যাকাণ্ড; ৮ সাংবাদিকের জামিন ফের নামঞ্জুর
আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠালেন বিচারক।

বরগুনায় সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার ৮ আসামির জামিন আবারো নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা আদালত।

 

বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার জানান, বিচারক মো. রফিকুল ইসলাম বুধবার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে ১৪ মার্চ বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

অভিযুক্তরা হলেন: সাংবাদিক আ স ম হাফিজ আল আসাদ, আরিফুল ইসলাম মুরাদ, কাশেম হাওলাদার, সাইফুল ইসলাম মিরাজ, ওয়ালি উল্লাহ ইমরান, জাহিদুল ইসলাম মেহেদি, সোহাগ হাওলাদার ও শহিদুল ইসলাম।

 

জানা যায়, বরগুনা প্রেসক্লাবের আধিপত্য বিস্তার কেন্দ্র করে ১৯ ফেব্রুয়ারি কতিপয় প্রেসক্লাব সদস্য তালুকদার মাসউদের ওপর হামলা করেন। মাসউদ আহত হলে কয়েক দফা চিকিৎসা শেষে ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাসউদের স্ত্রী সাজেদা সাজু বাদী হয়ে ৪ মার্চ বরগুনা থানায় বরগুনা প্রেসক্লাবের সদস্য আ স ম হাফিজ আল আসাদকে প্রধান আসামি করে মোট ১৩ জনের বিরুদ্ধে বরগুনা থানায় একটি মামলা করেন।

 

ওই আসামিরা ১২ মার্চ বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন না পেয়ে ১৪ মার্চ স্বেচ্ছায় বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বরগুনা জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

পরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে ৮ জন আসামির জামিনের আবেদন করা হয়। বুধবার আসামিদের আইনজীবী মো. লুৎফর রহমান জামিন শুনানিতে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার।

 

আসামিপক্ষের আইনজীবী মো. লুৎফর রহমান বলেন, হাইকোর্টে দীর্ঘ ছুটি থাকার কারণে আমরা আবারো ওই আদালতে জামিনের আবেদন করব।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal