Advertise top
বরিশাল

স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন; ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৪:১৭ পিএম       

স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন;  ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গ্রেপ্তার হওয়া সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার। ছবি: বরিশাল নিউজ

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জিয়াউল হাসান ফুয়াদ (৪২) খুনের সাথে জড়িত থাকার সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

 

উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে  শুক্রবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

 

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক বলেন, ফুয়াদ কাজী হত্যায় মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া তিনজনের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে কাজী জেসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

 

নিহত জিয়াউল হাসান ফুয়াদ উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে। 

 

গত ৭ জানুয়ারি রাত ১০টার দিকে বাড়িসংলগ্ন চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুয়াদকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই ফয়সাল কাজী ৮ জানুয়ারি হত্যাকারীদের অজ্ঞাতনামা দেখিয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal