বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:৪০ পিএম

বরিশাল নগরীর চকবাজারের এবায়দুল্লাহ জামে মসজিদে বৃহস্পতিবার জোহরের নামাজের সময় বিকট শব্দ শুনে মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ইমামের রুমে এসি বিস্ফোরণ এবং আগুন দেখতে পান সবাই।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দিলে কয়েক মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই আগুনে পুড়ে গেছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার রবিউল আলামিন বলেন, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ফেলায় আগুন ছড়িয়ে পড়তে পারেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগ কারণে এসিতে আগুন লাগতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন